Arijit

বাংলাদেশকে টপকে টি-২০ বিশ্বকাপে দুর্ভাগ্যজনক বিশ্বরেকর্ড গড়ল ভারত, হাসছে গোটা বিশ্ব

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক বিশ্ব রেকর্ড হয়েই চলেছে। আর সবথেকে বেশি রেকর্ড করছে ভারতীয় দল। তবে সেই সমস্ত রেকর্ডে ভারতের আনন্দ হওয়ার চেয়ে দুঃখটাই বেশি। কারণ একের পর এক লজ্জার রেকর্ড করে চলেছে টিম ইন্ডিয়া।

   

বুধবার আফগানিস্তানের কাছে ফের টসে হারল ভারত। আর এই নিয়ে এবারের বিশ্বকাপে তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই টসে হারল ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর সেইসঙ্গে করে ফেললে এক লজ্জার রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে টানা ছয় ম্যাচে টস হারার লজ্জার রেকর্ড করলো ভারত। তবে বিরাট কোহলি একাই নন, এই লজ্জার রেকর্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামও।

2016 টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচে টসে হেরে গিয়েছিল ভারত অধিনায়ক ধোনি, আর তারপর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচে ফের টসে হার ভারতের। বাংলাদেশ ও সাউথ আফ্রিকাকে টপকে টানা ছয় ম্যাচে টসে হেরে লজ্জার রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। বাংলাদেশ ও সাউথ আফ্রিকা দুই দলই টানা পাঁচটি ম্যাচে টসে হেরেছিল।