Arijit

রাহুল-মায়াঙ্কের ব্যাটে ভর করে প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত, চাপে প্রোটিয়ারা

শুরু হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ। গত 26 শে ডিসেম্বর থেকে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিং করতে নেমে শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্স করতে থাকেন ভারতের দুই ওপেনার কে এল রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল। সকালের শুরুতেই দুই ওপেনার যেভাবে ব্যাটিং করেন তাতেই ইঙ্গিত পাওয়া যায় বাকি দিনের খেলায় ভারতের পারফরম্যান্স কেমন হবে।

   

ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দুর্দান্তভাবে ব্যাটিং করতে শুরু করেন ভারতের দুই ওপেনার। দীর্ঘ কয়েক বছর পর ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন টেস্ট ম্যাচে 100 রানের পার্টনারশিপ গড়ে তোলেন মায়াঙ্ক এবং রাহুল। যা ভারতীয় ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।

তবে ভালো খেললেও ব্যক্তিগত 60 রান করেই প্যাভিলিয়নে ফিরে যান মায়াঙ্ক আগারওয়াল। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। তবে মায়াঙ্ক সেঞ্চুরি মিস করলেও এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করলেন রাহুল। 216 বলে সেঞ্চুরি করে দীর্ঘ 15 বছর আগের রেকর্ড ভেঙ্গে ওয়াসিম জাফরকে ছুয়ে ফেললেন কে এল রাহুল।

মায়াঙ্ক আগারওয়াল আউট হওয়ার পর ক্রিজে আসেন চেতেশ্বর পুজারা। প্রথম বলেই আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যান পূজারা। এই ম্যাচে ফের শূন্য রানে আউট হলেন পূজারা। তারপর নামেন অধিনায়ক বিরাট কোহলি, 35 রানের ইনিংস খেলে লুঙ্গি এনগিডির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান কোহলি। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন রাহানে 40 রান এবং কে এল রাহুল 122 রান। প্রথম দিনের শেষে ভারতের স্কোর 3 উইকেট এর বিনিময়ে 272 রান।