Arijit

ব্যাটিংয়ে ধ্বস নামলেও সামির আগুনে বোলিংয়ে ভর করে চাপমুক্ত ভারত

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা একেবারেই হয়নি। দ্বিতীয় দিনে একটি বলও খেলা হয়নি। তবে তৃতীয় দিনের খেলা শুরু হতেই ব্যাটিংয়ে ধ্বস নামে ভারতের। পর পর উইকেট হারাতে থাকে ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথমে কে এল রাহুল তারপর আজিঙ্কা রাহানে তারপর ঋষভ পন্থ। এভাবে পরপর উইকেট হারিয়ে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র 327 রানে।

   

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের ঝটকা লাগে দক্ষিণ আফ্রিকার। শুরুতেই অধিনায়ক ডিন এলগারকে হারায় দক্ষিণ আফ্রিকা। এলগারের উইকেটটি তুলে নেন বুমরাহ। তবে তারপরই গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয় বুমরাহকে। সেই সময় ভারতীয় বোলিংয়ের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে মহম্মদ সামি। দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে ধ্বস নামায় সামি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগুনে বোলিং করে একাই 5 উইকেট নিলেন মহম্মদ সামি। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে 200 উইকেট নেওয়ার দলে ঢুকে পড়লেন তিনি। সামির 5 উইকেটের দৌলতে মাত্র 197 রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। 130 রানের লিড পায় ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 16 রানে 1 উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ হয়। তৃতীয় দিনের খেলা শেষে ভারতে এগিয়ে 146 রানে।