Arijit

ব্যাটে-বলে দুর্দান্ত জাদেজা, দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত

এই মুহূর্তে মোহালিতে চলছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট। এই টেস্ট ম্যাচের প্রথম দিনে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্স এর ভিত্তিতে বড় রান তুলে নেয় ভারত। প্রথম দিন 96 রানের ফাটাফাটি ইনিংস খেলেন ঋষভ পন্থ। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি।

   

দ্বিতীয় দিনের শুরু থেকে ভারতের রান এগিয়ে নিয়ে যায় রবীন্দ্র জাদেজা এবং রবীচন্দ্রন অশ্বিন। 61 রানের মাথায় রবীচন্দ্রন অশ্বিন আউট হলেও ঝড়ের গতিতে রান তুলে নিয়ে যায় রবীন্দ্র জাদেজা। 228 বলে 175 রানের অপরাজিত ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। জাদেজার 175 রানের সুবাদে প্রথম ইনিংসে 574 রান করে ডিক্লেয়ার দিয়ে দেয় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর চার উইকেট হারিয়ে 108 রান। ভারতের থেকে এখনো 466 রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। এইদিন ভারতের হয়ে দুটি উইকেট নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং জাসপ্রিত বুমরাহ।