Arijit

সাত উইকেট নিয়ে ম্যাচে ফেরালেন শার্দূল, দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ৫৮ রানে

টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে মাত্র 202 রান তোলে ভারত। প্রথম ইনিংসে কম রান তোলার কারণে দক্ষিণ আফ্রিকাকে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়ায় লক্ষ্য ছিল ভারতের। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে ক্রিজে জাঁকিয়ে বসেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। বুমরাহ, সামিদের আক্রমণ অনায়াসে সামলে দেন তারা। সেই সময় অধিনায়ক কে এল রাহুল শার্দূল ঠাকুরের হাতে বল তুলে দেয়। আর তাতেই বেসামাল হয়ে যায় দক্ষিণ আফ্রিকা দল।

   

উইকেটহীন প্রথম সেশনের শেষের দিকে বল করতে এসে তিনটি উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং নড়বড়ে করে দেন শার্দূল ঠাকুর। শুরুতেই অধিনায়ক ডিন এলগারকে ফিরিয়ে দেন শার্দূল।

শার্দূল ঠাকুরের ভয়ঙ্কর বোলিংয়ের সুবাদে লাঞ্চের আগেই 102 রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা দল। দ্বিতীয় সেশনে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন শার্দূল ঠাকুর। পাঁচ উইকেট তুলে নেন তিনি। শার্দূল ঠাকুরের ভয়ঙ্কর বোলিংয়ের সুবাদে 229 রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। 27 রানের লিড নেয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ভারতের স্কোর 85 রান। দ্বিতীয় দিনের শেষে 58 রানে এগিয়ে ভারত। ক্রিজে রয়েছেন চেতেস্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে।