Arijit

রোহিত-পূজারার দুর্দান্ত ইনিংস, ১৭১ রানে এগিয়ে গেল ভারত, প্রবল চাপে ইংল্যান্ড

এই মুহূর্তে ওভালে চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ। এই ম্যাচে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এর ফলে প্রথমে ব্যাটিং করতে হয় ভারতকে। প্রথমে ব্যাটিং করে মাত্র 191 রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 290 রান তোলে ইংল্যান্ড। প্রথম ইনিংসেই ভারতের থেকে 99 রানে এগিয়ে যায় ইংরেজরা।

   

দ্বিতীয় দিনে ইংল্যান্ডের থেকে 56 রানে পিছিয়ে ছিল ভারত। সেই 56 রানে পিছিয়ে থেকেই তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। ক্রিজে দারুণ জমে যায় ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুল। 46 রানের মাথায় জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়ে অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন রাহুল। তবে রাহুল আউট হতেই একটা বড় পার্টনারশিপ গড়েন রোহিত-পুজারা জুটি। ইংল্যান্ডের বোলারদের ঘাম ছুটিয়ে দেন এই জুটি।

এইদিন দুর্দান্ত সেঞ্চুরি করেন রোহিত শর্মা। 127 রানের ঝকঝকে ইনিংস খেলে ভারতের লিড বাড়িয়ে অলি রবিনসনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় রোহিতকে। সেই ওভারেই আউট হয়ে যান পূজারাও। একই ওভারে জোড়া ধাক্কা খায় ভারত। 61 রানের দুর্দান্ত ইনিংস খেলেন পূজারা। তবে রোহিত, পূজার আউট হলেও ম্যাচের হাল ধরেন বিরাট-জাদেজা জুটি। এই মুহূর্তে 33 রানের পার্টনারশিপ করে ক্রিজে রয়েছেন বিরাট এবং জাদেজা। ইংল্যান্ডের থেকে 171 রানে এগিয়ে গিয়েছে ভারত।