Arijit

প্রথম দিনের শেষে ১৬৭ রানে এগিয়ে ভারত, শুরুতেই উইকেট হারিয়ে ধুঁকছে সাউথ আফ্রিকা

সোমবার থেকে জোয়াসেনবার্গে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক কে এল রাহুল। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির পরিবর্তে এই ম্যাচে অধিনায়কত্ব করছেন রাহুল।

   

প্ৰথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেন ভারতের দুই ওপেনার কে এল রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল। তবে মায়াঙ্ক আগারওয়াল আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। এইদিন ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন ভারতের দুই সিনিয়র ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা। তবে চাপের মুখেও দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক রাহুল।

যখন পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল সেই সময় দলের হাল ধরেন ভারতের সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। 46 রানের দুর্দান্ত ইনিংস খেলেন রবিচন্দ্রন অশ্বিন। রাহুল অশ্বিনের ব্যাটে ভর প্রথম ইনিংসে 202 রান তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে 35 রানে এক উইকেট হারিয়ে ব্যাটিং করছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার ওপেনার এডেন মার্করমকে 7 রানের মাথায় ফিরিয়ে দেন মহম্মদ সামি।