Arijit

টেস্টের পর এক দিনের সিরিজেও লজ্জার হার ভারতের, হোঁচট খেল বিরাটহীন ভারত

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও হারের সম্মুখীন হতে হল কে এল রাহুলের টিম ইন্ডিয়াকে। প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে কি ভাবে রান তুলতে হয় এবং দ্বিতীয় ব্যাটিং করে কিভাবে রান চেজ করতে হয় এই দুটোতেই ভারতকে বহুগুণে পেছনে ফেলে দিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সিরিজ হারলো ভারত।

   

এইদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করে 287 রান তোলে ভারতীয় দল। গত ম্যাচে অধিনায়ক কে এল রাহুল শুরুতে ফিরে গেলেও এই ম্যাচে দুরন্ত হাফ সেঞ্চুরি করেন রাহুল। অপরদিকে 85 রানের মারকাটারি ইনিংস খেলেন ঋষভ পন্থ এবং শেষের দিকে নেমে 40 রানের ইনিংস খেলেন শার্দুল ঠাকুর। এর দৌলতে নির্ধারিত 50 ওভারে শেষে ছয় উইকেট হারিয়ে 287 রান তোলে টিম ইন্ডিয়া।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত খেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ভারতীয় স্পিনারদের অনায়াসে খেলে দেন তারা। যার ফলে বল হাতে সফল হয়নি কোন ভারতীয় বোলার। 48.1 ওভারে মাত্র 3 উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।