Arijit

এই চারটি কারণের জন্যই জোহানেসবার্গ টেস্টে হারতে হল ভারতকে

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টেস্ট ম্যাচে হারতে হয়েছে ভারতকে। দ্বিতীয় টেস্টে ভারতকে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। অথচ তৃতীয় দিন পর্যন্ত এই ম্যাচে চালকের আসনে ছিল ভারতই। চতুর্থ দিনে ডিন এলগারের ব্যাটে ভর করে ভারতের থেকে ম্যাচ ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা।

   

দ্বিতীয় টেস্টে ভারতের হার এর পিছনে উঠে আসছে চারটি প্রধান কারণ। আসুন সেগুলি দেখে নেওয়া যাক:-

১) বিরাট কোহলির অনুপস্থিতি:- পিঠে চোটের কারণে শেষ মুহূর্তে এই টেস্ট ম্যাচ থেকে ছিটকে যান ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের অনুপস্থিতিতে একদিকে যেমন মাঠের মধ্যে ভারতীয় খেলোয়াড়দের আগ্রাসন লক্ষ্য করা যায়নি অপরদিকে বিরাট কোহলির অনুপুস্থিতিতে উদ্দীপ্ত হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। কোহলির অনুপস্থিতিতে রাহুলের অধিনায়কত্বে অভিজ্ঞতার অভাব স্পষ্ট বোঝা যায়।

২) ক্যাচ মিস:- টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের ক্যাচ মিস এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত অস্ট্রেলিয়া সফর থেকে এখনো পর্যন্ত 30 টিরও বেশি ক্যাচ মিস করেছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টেস্টে তিনটি ক্যাচ মিস করেছে ভারত। যা এই ম্যাচে ভারতকে অনেকটা পিছনে ঠেলে দিয়েছে।

৩) মিডল অর্ডারের ব্যর্থতা:- এই টেস্টের প্রথম ইনিংসে ভারতের মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়। ভারতের দুই ওপেনার শুরুটা ভালো করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় প্রথম ইনিংসে বড় রান তুলতে ব্যর্থ হয় ভারত।

৪) রোলারের সুবিধা:- শেষ ইনিংসের আগে এবং চতুর্থ দিনের শুরুতেই বৃষ্টির পর পিচের ওপর ভারী রোলার চালানো হয়। যার কারণে কয়েক ঘণ্টার জন্য পিচ পুরো বসে যায় এবং সেই সুবিধা কাজে লাগায় দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।