Arijit

কোহলি পরবর্তী যুগে হার দিয়ে শুরু ভারতের, ৩১ রানে হেরে পিছিয়ে গেল রাহুলের ভারত

বিরাট পরবর্তী যুগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ দিয়ে ভারতীয় দলের যাত্রা শুরু। তবে বিরাট পরবর্তী যুগের প্রথম ম্যাচ মোটেও ভালো গেল না টিম ইন্ডিয়ার জন্য। দক্ষিণ আফ্রিকার কাছে 31 রানের ব্যবধানে হার দিয়ে যাত্রা শুরু করলো কে এল রাহুলের টিম ইন্ডিয়া।

   

এইদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। প্রথম ব্যাটিং করে তেম্বা বাভুমা এবং রাসি ভ্যান ডার ডুসেনের জোড়া শতরানে নির্ভর করে নির্ধারিত 50 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 296 রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক কে এল রাহুল আউট হলেও শিখর ধাওয়ান ও বিরাট কোহলি জুটি ভারতের রান দ্রুত গতির এগিয়ে নিয়ে যায়। কিন্তু শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি আউট হওয়ার পরই ভারতের মিডল অর্ডার ব্যাটিং একেবারে ধ্বসের মত ভেঙে পড়ে। তবে শেষের দিকে নেমে বোলার হয়েও দুর্দান্ত অর্ধশত রান করেন ভারতের শার্দূল ঠাকুর। যা অবাক করে দেয় সকলকে কিন্তু ম্যাচ বাঁচাতে পারেননি তিনি। নির্ধারিত 50 ওভার শেষে আট উইকেট হারিয়ে 265 রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। 31 রানে ম্যাচ জিতে 1-0 ব্যবধানে ওয়ানডে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।