Arijit

দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ম্যাচে হেরে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ হারাল ভারত

গতকাল দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে 211 রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে 7 উইকেট হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

   

এইদিন ভারতীয় দলকে নেতৃত্ব দেন ঋষভ পন্থ। এতদিন আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলকে নেতৃত্ব দিলেও এই প্রথমবার ভারতীয় দলকে নেতৃত্ব দেন ঋষভ পন্থ। ভারত অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই হারের সম্মুখীন হতে হল ঋষভ পন্থকে। দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হেরে আরও একটি বিশ্বরেকর্ড গড়ার হাতছানি হারাল ভারত।

এই ম্যাচ জিততে পারলে বিশ্বের প্রথম ক্রিকেট দল হিসেবে টানা 13 টি টি-টোয়েন্টি ম্যাচ জেতার নজির গড়তে পারত ভারত কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে এই ম্যাচ হেরে সেই রেকর্ড হাতছাড়া হল ভারতের। টানা 12 টি ম্যাচ জিতে জয়ের ধারা ভঙ্গ হল ভারতীয় দলের।
এইদিন প্রথমে ব্যাট করে ভারত 211 রান তোলার পর অনেকেই হয়তো ভেবেছিলেন খুব সহজেই ভারত জিতে যাবে কিন্তু রাশি ভ্যান ডার ডুসেন এবং ডেভিড মিলার দুর্দান্ত পার্টনারশিপ করে ভারতকে হারিয়ে দিল।