Arijit

চতুর্থ দিনের শেষে ব্যাকফুটে প্রোটিয়ারা, জয়ের জন্য ভারতের প্রয়োজন মাত্র ৬টি উইকেট

প্রথম ইনিংসে 130 রানের লিড পেয়ে গিয়েছিল ভারতীয় দল। স্বাভাবিক ভাবেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা ভারতের কাছে খুবই সহজ ছিল। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতের। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানেরা।

   

পরপর উইকেট হারিয়ে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র 174 রানে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ 34 রান করেন উইকেট রক্ষক পন্থ। এছাড়া আর কোন ভারতীয় ব্যাটসম্যান এইদিন উল্লেখযোগ্য রান করতে পারেন নি। 304 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শেষ করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার এডেন মার্করম কে হারায় দক্ষিণ আফ্রিকা। মহম্মদ সামির বলে বোল্ট হয়ে মাত্র 1 রান করেই প্যাবিলিয়নে ফিরে যান তিনি। তারপর বেশ কয়েকটি ছোট ছোট পার্টনারশিপ গড়েছিল দক্ষিণ আফ্রিকা দল। তবে অধিনায়ক ডিন এলগার ছাড়া আর কোন ব্যাটসম্যান এইদিন ক্রিজে টিকতে পারেনি। চতুর্থ দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর 94-4। 54 রান করে ক্রিজে রয়েছে অধিনায়ক ডিন এলগার। পঞ্চম দিনে শেষে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন 211 রান, অপরদিকে ভারতের প্রয়োজন মাত্র ছ’টি উইকেট।