Arijit

ঋষভ পন্থের দুর্দান্ত সেঞ্চুরি! ইতিহাস রচনা করতে ভারতের চাই মাত্র ৮ উইকেট

তৃতীয় দিনের খেলা শুরু হতেই ফের ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতের। এইদিন ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন ভারতের দুই মিডল অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে। যার ফলে চাপে পড়ে যায় ভারত। বিরাট কোহলি এবং ঋষভ পন্থ একটা বড় পার্টনারশিপ গড়লেও, 29 রানের আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যান বিরাট কোহলি। তবে এইদিন দুর্দান্ত সেঞ্চুরি করেন ঋষভ পন্থ।

   

ঋষভ পন্থ এর সেঞ্চুরির ওপর ভর করে দক্ষিণ আফ্রিকার সামনে চতুর্থ ইনিংসে 212 রানের টার্গেট ছুড়ে দেয় ভারত অর্থাৎ জয়ের জন্য সেই বোলারদের ওপরই ভরসা করতে হয় অধিনায়ক বিরাট কোহলিকে।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতে এডেন মার্করামকে ফিরিয়ে দেন মহম্মদ শামি। কিন্তু ডিন এলগার এবং কিগান পিটারসেন ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন। ভারতীয় বোলারদের সামলে দ্রুত রান তুলতে থাকেন তাঁরা। প্রায় প্রতি ওভারেই রান উঠতে থাকে। দিনের শেষে এলগারকে ফিরিয়ে দেন বুমরাহ। ভারতের আশা বাঁচিয়ে রাখেন তিনি। জয়ের জন্য আজ 8 টি উইকেট তুলতে হবে ভারতকে।