Arijit

শ্রেয়স, ঋদ্ধির ব্যাটে জয়ের স্বপ্ন দেখছে ভারত, শেষ দিনে চাই মাত্র ৯ উইকেট

কানপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হতেই ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতের। একের পর এক ভারতীয় ব্যাটসম্যান আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যায়। একটা সময় মাত্র 51 রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টিম ইন্ডিয়া। সেখান থেকে টিম ইন্ডিয়াকে টেনে তুললেন শ্রেয়স আইআর- ঋদ্ধিমান সাহা জুটি। চতুর্থ দিনের খেলা শুরু হতেই পূজারা উইকেট হারায় ভারত। তার পরের ওভারেই মায়াঙ্ক আগারওয়াল এবং রবীন্দ্র জাদেজাকে তুলে নিয়ে ভারতকে জোর ঝটকা দেয় নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউথি।

   

সেই সময় ভারতের খেলা দেখে মনে হচ্ছিল ভারতের ইনিংস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং জয়ের পথ খুব সহজ হয়ে যাবে নিউজিল্যান্ডের। সেই সময় পুরো দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অভিষেক টেস্ট খেলা শ্রেয়স আইআর। প্রথমে রবীচন্দ্রন অশ্বিন এবং পরে ঋদ্ধিমান সাহার সঙ্গে জোড়া অর্ধশত রানের পার্টনারশিপ গড়েন শ্রেয়স আইআর।

32 রান করে আউট হয়ে যান রবীচন্দ্রন অশ্বিন। প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পর ফের এই ম্যাচে 65 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন শ্রেয়স আইআর। শ্রেয়স আউট হওয়ার পর অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যায় বাংলার ঋদ্ধিমান সাহা। ফের একটি অর্ধশত রানের পার্টনারশিপ করেন এই দুই ব্যাটসম্যান।

এই ম্যাচে ঋদ্ধির ব্যাট থেকে এসেছে ঝকঝকে অর্ধশতরান। দ্বিতীয় ইনিংসে সাত উইকেটে 234 রান করে 283 রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে। ঋদ্ধিমান সাহা করেন অপরাজিত 61 রান।