Arijit

ফের ব্যর্থ রাহানে-পূজারা! পরপর ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত

আজ জোয়াসেনবার্গে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক কে এল রাহুল। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির পরিবর্তে এই ম্যাচে অধিনায়কত্ব করছেন রাহুল।

   

বিরাট কোহলি না খেলায় এই ম্যাচে কিছুটা চাপে রয়েছে ভারতীয় দল। কোহলি না থাকায় বারবার ব্যর্থ হওয়ার সত্ত্বেও এই ম্যাচে ফের সুযোগ দেওয়া হয়েছিল দলের দুই সিনিয়র ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা এবং আজিঙ্কা রাহানেকে। তবে এবারেও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ বরং খারাপ পরিস্থিতিতে উইকেট হারিয়ে দলকে আরও চাপে ফেলে দিল পূজারা ও রাহানে।

এইদিন ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন রাহুল মায়াঙ্ক জুটি। তবে 26 রানের মাথায় মায়াঙ্ক আউট হওয়ার পর ক্রিজে আসেন চেতেশ্বর পুজারা। মাত্র 3 রান করেই আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যান পূজারা। তারপর ক্রিজে আসেন আজিঙ্কা রাহানে। এইদিন ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন  রাহানে। প্রথম বলেই আউট হয়ে শূন্য রানে প্যাবিলিয়নে ফিরে রাহানে। 50 করার আউট হয়ে যান অধিনায়ক কে এল রাহুল। এই মুহূর্তে পাঁচ উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া।