Arijit

বিশ্রামে রোহিত-বিরাট, একাধিক নতুন মুখ নিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে দল ঘোষণা ভারতের

ভারতের মাটিতে 9 ই জুন থেকে শুরু হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, যাশস্প্রীত বুমরাহদের। যার ফলে বেশ কয়েক জন নতুন মুখ দলে অন্তর্ভুক্ত হয়েছে।

   

আইপিএলে ভালো পারফরম্যান্স করার সুবাদে ফের জাতীয় দলে ফিরেছেন দীনেশ কার্তিক। এছাড়াও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের স্পিড স্টার উমরান মালিক। পাঞ্জাব কিংসের আর্শদিপ সিংহ। চোট সরিয়ে দলে ফিরলেন দলে ফিরেছেন হার্দিক পাণ্ড্য। এই সিরিজে কোচের ভূমিকায় দেখা যেতে পারে ভিভিএস লক্ষ্মণকে।

এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় টি-টোয়েন্টি দল:
কে এল রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশন, দীপক হুডা, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), দীনেশ কার্তিক (উইকেট রক্ষক), হার্দিক পাণ্ড্য, বেঙ্কটেশ আয়ার, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল, আবেশ খান, আর্শদিপ সিংহ এবং উমরান মালিক।