Arijit

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় সবার শীর্ষে বিরাটের ভারত, ব্যাকফুটে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

এই মুহূর্তে লিডসে চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ডকে চাপে ফেলার পরিকল্পনা ছিল ভারতের। তবে পরপর উইকেট হারিয়ে মাত্র 78 রানে প্রথম ইনিংস শেষ হওয়ায় বেকায়দায় পড়ে গিয়েছে ভারতীয় দল। তবে তৃতীয় টেস্টে ভারত বেকায়দায় থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় ভারতের দাপট অব্যাহত। সদ্য প্রকাশিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রম তালিকায় শীর্ষস্থানে রয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। লর্ডসে ইংল্যান্ডকে পরাস্ত করে দাপুটে জয় তুলে নিয়েছিল ভারতীয় দল। তার সুবাদেই শীর্ষস্থানে ভারত।

   

ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়েছিল যার জেরে প্রথম টেস্ট থেকে মাত্র 4 পয়েন্ট পেয়েছিল ভারত। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে 12 পয়েন্ট ঘরে তুলেছিল বিরাট বাহিনী। দুই টেস্ট মিলিয়ে ভারতের ঝুলিতে 16 পয়েন্ট থাকার কথা থাকলেও এই মুহূর্তে ভারতের ঝুলিতে রয়েছে 14 পয়েন্ট। কারণ টেস্টে স্লো ওভারের জন্য আইসিসির নিয়ম অনুযায়ী দু’পয়েন্ট কাটা গিয়েছে ভারতের। তবে এই 14 পয়েন্ট নিয়েই এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রম তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারত।

ভারতের ঠিক পিছনেই রয়েছে চিরশত্রু পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের পয়েন্টই 12। দু-পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড।