Arijit

এই বিশেষ কারণে বাতিল হয়ে যাচ্ছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর, চিন্তায় বিসিসিআই

একদিকে যখন দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় দল তখন ভারতীয় এ দল রয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে। ভারতীয় এ দলের দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার পর আগামী 17 ই ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা সফর শুরু হওয়ার কথা ছিল বিরাট কোহলিদের। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত হয়ে পড়েছে।

   

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় দেখা দিয়েছে করোনা ভাইরাসের নতুন রূপ। করোনার এই নতুন প্রজাতি আগের থেকে আরও অনেক বেশি ভয়ঙ্কর বলে জানা গিয়েছে। খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই নতুন প্রজাতি। সারা দেশজুড়ে ফের নতুন করে সংক্রমণ শুরু হয়েছে। যার জেরে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত। ভারতের দক্ষিণ আফ্রিকা সফর পুরোপুরিভাবে নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের ওপর। এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমে বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে বিসিসিআই তাকিয়ে রয়েছে কেন্দ্রের দিকে। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নিতে হবে বিসিসিআইকে।

আফ্রিকায় করোনা ভাইরাস এর এই নতুন রূপ গভীর চিন্তায় ফেলে দিয়েছে বিজ্ঞানীদের। বিজ্ঞানীরা জানিয়েছেন, গত সপ্তাহে ধরা পড়েছে করোনা ভাইরাসের নতুন রূপ। এই নতুন প্রজাতি আগের থেকে অনেক বেশি সংক্রমণাত্মক। ইতিমধ্যেই করোনার এই নতুন রূপে আক্রান্ত হয়েছে সে দেশের বহু মানুষ। আর তারপরই নড়েচড়ে বসেছে বিসিসিআই।

নিউজিল্যান্ড সিরিজ শেষ করে আগামী 8 ই ডিসেম্বর ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা থাকলেও এই মুহূর্তে তা নিয়ে প্রবল অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমনকি কিছু কিছু বোর্ড কর্তা এও দাবি করেছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর একপ্রকার বাতিলের মুখেই।