Arijit

চতুর্থ দিনের খেলা শেষে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত-ইংল্যান্ড, অনিশ্চিত ভবিষ্যত দু-দলের

এই মুহূর্তে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই এই টেস্ট ম্যাচের চারদিন খেলা সমাপ্ত হয়েছে। আজ শুরু হবে পঞ্চম দিনের খেলা। আজকের খেলাই বলে দেবে কোন দল জিততে চলেছে এই টেস্ট ম্যাচ। তবে বর্তমান পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে সেখানে যে কোন দল এই ম্যাচ জিততে পারে। আবার ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রবল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্রথম ইনিংসে 364 রান করে ভারত, জবাবে 391 শেষ হয়েছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। প্রথম ইনিংসেই 27 রানের লিড নেয় ইংল্যান্ড।

   

ভারত দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করলেও পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। অধিনায়ক বিরাট কোহলি কিছুটা আক্রমনাত্মক খেলার চেষ্টা করলেও মাত্র 20 রান করেই ফিরে যেতে হয় তাকে। পূজারার 45 এবং রাহানের 61 রানে ভর করে চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর 6 উইকেট হারিয়ে 181 রান।

চতুর্থ দিনের শেষে মাত্র 154 রানের লিড নিয়েছে ভারত। অর্থাৎ ম্যাচ জিততে গেলে ভারতকে এখনও অনেক রান করতে হবে। অপরদিকে ভারতকে যত তাড়াতাড়ি সম্ভব আউট করে ব্যাটিং করতে চাইবে ইংল্যান্ড কারণ আজকেই খেলা শেষ।