Arijit

দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড, ২৪৫ রানে এগিয়ে দারুন পজিশনে ভারত

ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দুই ভারত ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুলের ব্যাটে ভর করে দারুন পজিশনে ছিল টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় দিনের শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। প্রথম ওভারেই আউট হয়ে যান সেঞ্চুরি করা কে এল রাহুল। দ্বিতীয় ওভারে রাহানের উইকেট তুলে নিয়ে ভারতকে জোর ধাক্কা দেয় রবিনসন। তবে জদেজা, পন্থের ব্যাটে ভর করে 364 রানের স্কোর খাড়া করে ভারত।

   

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একটু ভালো করলেও মহম্মদ সিরাজের আঘাতে জ্বরজ্বরিত হয়ে যায় ইংল্যান্ড। পরপর দুটি বলে ইংল্যান্ডের দুই ব্যাটসম্যানকে আউট করে ইংল্যান্ড ব্যাটিংয়ের কোমড় ভেঙে দেন সিরাজ।

দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর 3 উইকেট হারিয়ে 119 রান। এখনো ভারতের থেকে 245 রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। তবে ভারতের জন্য চিন্তার কারণ ক্রিজে রয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড অধিনায়ক জো রুট।