Arijit

ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের জন্য দুটি দল ঘোষণা করল বিসিসিআই, দেখুন দল দুটি

আগামীকাল থেকে শুরু হয়েছে ভারতে ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ। এই টেস্ট সিরিজের পরই শুরু হবে ভারত ও ইংল্যান্ড এর মধ্যে টি টোয়েন্টি সিরিজ। তবে এই টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দেখা যাবে না ভারত বিরাট কোহলি সহ দলের প্রথম সারির একাধিক ক্রিকেটারকে।

   

এজবাস্টন টেস্ট শেষ হওয়ার কথা ৫ জুলাই। তার ঠিক দু’দিন পরেই সাউদাম্পটনে রয়েছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ফলে এজবাস্টন টেস্টে খেলা ক্রিকেটাররা বিশ্রাম পাবেন না। তাই বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, ঋষভ পন্থের মতো প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে।

প্রথম টি-টোয়েন্টির দল- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, বেঙ্কটেশ আয়ার, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল, আবেশ খান, অর্শদীপ সিংহ এবং উমরান মালিক।

দ্বিতীয় টি-টোয়েন্টির দল- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশন, বিরাট কোহলী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল, আবেশ খান এবং উমরান মালিক।