Arijit

সিরাজ, সামি, বুমরার দাপট! তৃতীয় দিনের শেষে চালকের আসনে ভারত

ভারত ও ইংল্যান্ড পুনায়োজিত টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতে উইকেট হারালেও ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে প্রথম ইনিংসে ৪২৬ রান তুলে নেয় ভারত।

   

ভারতের প্রথম ইনিংসে ৪১৬ রানের জবাবে এ দিন ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৮৪ রানে। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন অধিনায়ক যাশস্প্রীত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ। প্ৰথম ইনিংসে ১৩২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে ভারত।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই জেমস অ্যান্ডারসন ফিরিয়ে দেন শুভমন গিলকে। ক্রিজ কামড়ে ঘন্টা খানেক পরে থাকলেও বিহারিও সেই অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ফিরে গেলেন। দুর্দান্ত ব্যাটিং করলেও নিতান্তই দুর্ভাগ্যেরের কারণে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসের ভারতের স্কোর ১২৫-৩। ক্রিজে রয়েছেন চেতেশ্বর পুজারা এবং ঋষভ পন্থ। ভারত এগিয়ে ২৫৭ রানে।