Arijit

শুক্রবার ফাইনাল টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, দেখুন এই ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ। করোনার জন্য স্থগিত হয়ে যাওয়া একটি টেস্ট ম্যাচই এইদিন হতে চলেছে। তবে এই টেস্টে পাওয়া যাবে না ভারত অধিনায়ক রোহিত শর্মা কে। করোনার জন্য এই টেস্ট থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা।

অনুশীলন ম্যাচ চলাকালীন হঠাৎই করোনায় আক্রান্ত হয়ে পড়েন রোহিত শর্মা। আর তারপরই বিসিসিআই সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলতে পারবে না রোহিত শর্মা। রোহিতের পরিবর্ত হিসেবে মায়াঙ্ক আগারওয়াল কে এই টেস্টে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করা হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ড এর বিরুদ্ধে এই টেস্ট ম্যাচে কেমন হতে চলেছে ভারতের সম্ভব্য একাদশ:-
শুভমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইআর, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং যশপ্রীত বুমরাহ।