Arijit

কবে হবে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ? জানিয়ে দিলেন পাক বোর্ডের নতুন প্রধান রামিজ রাজা

দীর্ঘ এক দশক হতে চলল ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। বর্তমানে শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট ছাড়া এই দুই দেশকে একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যায় না। এবার ভারত- পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদ্য সভাপতি নির্বাচিত রামিজ রাজা। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বড় বয়ান দিলেন তিনি।

   

রামিজ রাজা বললেন এই মুহূর্তে ভারত- পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়া অসম্ভব। তাই এই বিষয় নিয়ে আমি তাড়াহুড়ো করতে রাজি নয়। এখন আমার মূল লক্ষ্য পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের উন্নতি করা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রামিজ রাজা। সেখানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ইমরান খান অনেক ভাবনা চিন্তা করে তবেই আমাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নির্বাচিত করেছেন।” সেখানেই তাকে ভারত- পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ” খেলার মধ্যে এখন রাজনীতি ঢুকে গিয়েছে। আর তাই এই মুহূর্তে ভারত- পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়া সম্ভব নয়। তবে এখন সেই বিষয় নিয়ে আমি তাড়াহুড়ো করতে চাইছি না। আমার মূল লক্ষ্য পাকিস্তান ঘরোয়া ক্রিকেটের উন্নতি করা।”