Arijit

ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে এবারও শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ, দেখুন সম্পূর্ণ সূচী

এই বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই আইসিসির তরফে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করা হল। গত বছরের মতো এবারও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই।

   

22 শে অক্টোবর গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়ে সিডনিতে মূল পর্ব শুরু হচ্ছে। দু’টি সেমিফাইনাল সিডনি এবং অ্যাডিলেডে 9 ই এবং 10 ই নভেম্বর। মেলবোর্নে ফাইনাল 13 ই নভেম্বর।

বিশ্বকাপের মূলপর্বে গ্রুপ এ’তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা আরও দু’টি দল।
অপরদিকে বিশ্বকাপের মূলপর্বে গ্রুপ বি তে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দু’টি দল।

এক নজরে দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের ম্যাচগুলি:-
23 শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্ন, দুপুর 1-30 থেকে।
27 শে অক্টোবর যোগ্যতা অর্জনকারী দল, সিডনি, দুপুর 12-30 থেকে।
30 শে অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পার্থ, বিকেল 4-30 থেকে।
2 ই নভেম্বর বাংলাদেশের অ্যাডিলেড, দুপুর 1-30 থেকে।
6 ই নভেম্বর যোগ্যতা অর্জনকারী দল, মেলবোর্ন, দুপুর
1-30 থেকে।
দু’টি সেমিফাইনাল এবং ফাইনাল ভারতীয় সময় দুপুর 1-30 থেকে শুরু।