Arijit

শেষ রক্ষা হল না, দক্ষিণ আফ্রিকার কাছে ওয়াইটওয়াশ হয়ে মুখ পুড়ল ভারতের

প্রথম দুটি ম্যাচে হেরে আগেই ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছিল ভারতের। তবে রবিবার সম্মান বাঁচানোর লড়াইয়ে নেমেছিল কে এল রাহুলের টিম ইন্ডিয়া। এই ম্যাচেও দক্ষিণ আফ্রিকার কাছে 4 রানে হেরে ওয়াইট ওয়াশ হল ভারত।

   

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভার শেষে 287 রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ভারতের দুই সিনিয়র ব্যাটসম্যান শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করলেও অন্যান্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় ফের হারের সম্মুখীন হতে হল ভারতকে।

এই ম্যাচে ভারতের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন ঘটেছিল। বিশ্রাম দেওয়া হয়েছিল শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, রবীচন্দ্রন অশ্বিন, ভেঙ্কটেশ আইয়ার কে। দলে এসেছিলেন সূর্য কুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, জয়ন্ত যাদব, দীপক চাহার। এইদিন ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন দীপক চাহার। তবে দল পরিবর্তন করেও জয়ের মুখ দেখল না ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে ওয়াইট ওয়াশ হয়ে অধিনায়ক হিসেবে লজ্জার নজির গড়লেন কে এল রাহুল।