ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা, দেখুন সম্পূর্ণ দল

আর মাত্র কয়েকটি দিন। তারপরই শেষ হয়ে যাবে আইপিএল। আর এই আইপিএল শেষ হলেই টিটোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে টিটোয়েন্টি সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এই দলের বেশ কয়েকজন ক্রিকেটার অবশ্য এই মুহূর্তে আইপিএলে খেলতে ব্যাস্ত।

ভারত এবং দক্ষিণ আফ্রিকা শেষবার টিটিয়েন্টি সিরিজ খেলেছিল গত বছর অর্থাৎ 2021 সালে। ভারতের বিরুদ্ধে এই টিটোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন তেম্বা বাভুমা। এছাড়াও দলে রয়েছে একাধিক চমক।

পাঁচ ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে ৯ জুন। প্রথম ম্যাচ দিল্লিতে। তার পরের চারটি ম্যাচ হবে কটকে ১২ ই জুন, বিশাখাপত্তনমে ১৪ ই  জুন, রাজকোট ১৭ ই জুন ও শেষ ম্যাচ হবে বেঙ্গালুরুতে ১৯ ই জুন।

এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিরুদ্ধে টিটোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা দল:
তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডিকক, রিজা হেন্ড্রিক্স, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নোকিয়া, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন ও মার্কো জানসেন।

Avatar

Koushik Dutta

X