Arijit

দ্বিতীয় টেস্টও ভারতের পকেটে, জিততে দরকার মাত্র ৯ উইকেট

86 রানে 6 উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। তবে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিং এর সুবাদে আর বেশিক্ষণ টিকে থাকতে পারেনি শ্রীলংকার ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনে মাত্র 5.5 ওভার খেলেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে মাত্র 109 রান।

   

জবাবে ব্যাটিং করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতের। এমন সময় ফের ব্যাট হাতে রুখে দাঁড়ালেন শ্রেয়াস আইয়ার। 87 বলে 67 রানের ইনিংস খেললেন আইয়ার। এছাড়াও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ্বলে ওঠেন ঋষভ পন্থ। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকেন তিনি। 31 বলে 50 রান করে আউট হন পন্থ। 309 রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত অধিনায়ক রোহিত শৰ্মা।

447 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে শুরুতেই বুমরাহর বলে 0 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান শ্রীলঙ্কান ওপেনার লাহিরু তিরিমনি। দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর 1 উইকেটের বিনিময়ে 28 রান। জয়ের জন্য শ্রীলংকা দরকার আরও 419 রান। অপরদিকে ভারতের প্রয়োজন মাত্র 9 উইকেট। বাঙ্গালুরুর এই পিচে তৃতীয় দিনই ভারতের জয় এখন সময়ের অপেক্ষা।