Arijit

ব্যাটিং ভরাডুবি ভারতের, দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

গতকাল টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজের অধীনায়ক নিকোলাস পুরান। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় রোহিত শর্মা।

পরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। একটা সময় হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থ কিছুটা লড়াই করার চেষ্টা করলেও ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র 138 রানে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে দুর্দান্ত ইনিংস খেলতে শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্রেন্ডন কিং। 52 বলে 68 রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও 19 বলে 31 রানের ইনিংস খেলেন ডেভন টমাস। মাত্র 5 উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।