Arijit

আজ সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারত, দেখুন ভারতের সম্ভাব্য একাদশ

আজ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যেই সিরিজের তিনটি ম্যাচ খেলে 2-1 ফলাফলে এগিয়ে রয়েছে ভারত। তাই আজ ভারতের কাছে সুযোগ রয়েছে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেওয়ার।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচে দারুন কাম ব্যাক করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে ফের জয় তুলে নিয়ে সিরিজে 2-1 ফলাফল এগিয়ে যায় ভারত।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে কেমন হতে চলেছে ভারতের সম্ভব প্রথম একাদশ:-
রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, দীপক হুডা, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অর্ষদীপ সিং, আবেশ খান।