Arijit

ঘোষিত হল ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে এক দিনের দল, অধিনায়ক শিখর ধাওয়ান

ইংল্যান্ড সফরের পরই ভারতীয় দল উড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড থেকেই ওয়েস্ট ইন্ডিজ সফরে চলে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলবে ভারত।

দু’বছর পর ফের এক দিনের দলে সুযোগ পেলেন শুভমন। ২০২০ সালে তিনি শেষ বার এক দিনের ম্যাচ খেলেছিলেন। দলে রয়েছেন দীপক হুডাও। ২২ জুলাই প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৪ জুলাই। শেষ ম্যাচ ২৭ জুলাই।

এক নজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল:
শিখর ধবন, শুভমন গিল, ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিংহ।