Arijit

ঘোষিত হল জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় দল, দেখুন সম্পূর্ণ ভারতীয় দল

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় দল। আর এই ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই ভারতীয় দল সরাসরি উড়ে যাবে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলতে। জিম্বাবুয়ের সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ইতিমধ্যেই সেই সিরিজের দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

জিম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের সিরিজের দল ঘোষণা করে দিল ভারত। নেতৃত্ব দেবেন শিখর ধবন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজেও নেতৃত্ব দিয়েছেন তিনি। প্রত্যাশামতোই এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের প্রথম সারির ক্রিকেটারদের। নেই রোহিত শর্মা, বিরাট কোহলী, যশপ্রীত বুমরা, ঋষভ পন্থরা।

এক নজরে দেখে নেওয়া যাক জিম্বাবুয়ে সফরের ভারতীয় দল:-
শিখর ধবন (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ঈশান কিশন, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং দীপক চাহার।