Arijit

মায়াঙ্ক, অশ্বিনের দাপটে ৩৭২ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের

কানপুরে প্রথম টেস্ট ড্র হওয়ার পর মুম্বাইয়ের দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে 325 রান করে ভারত। ভারতের 325 রানের জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র 62 রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ড এর ইনিংস। ভারতীয় বোলারদের সামনে ধরাশায়ী হয়ে ওঠে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। যার জেরে মাত্র 62 রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

   

প্রথম ইনিংসে 263 রানে এগিয়ে থাকার সত্বেও নিউজিল্যান্ডকে ফলো অন করায় নি ভারত। ফের ব্যাটিং করতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে 267 রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। জয়ের জন্য চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল 540 রান।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র 167 রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। নেপথ্যের ভারতের দুর্দান্ত বোলিং। এইদিন ফের বল হাতে জ্বলে ওঠেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। শুরুতেই পরপর তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে জোর ঝটকা দেন অশ্বিন। চতুর্থ দিনে বল হাতে জ্বলে ওঠেন ভারতের আরেক অলরাউন্ডার জয়ন্ত যাদব। চতুর্থ দিনে চারটি উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস মাত্র 167 রানেই শেষ করে দেন তিনি। 372 রানে সেকেন্ড টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত। ম্যাচের সেরা হয়েছেন ভারতীয় ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল এবং সিরিজের সেরা হলেন ভারতীয় অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন।