Arijit

বিরাটের ব্যাটে বড় জয় ভারতের, দ্বিতীয় টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল ভারত

শুক্রবার টিটিয়েন্টি সিরিজের দ্বিতীয় টিটিয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। এর ফলে প্ৰথমে ব্যাটিং করতে আসে ভারত।

   

কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে প্ৰথমে ব্যাটিং করতে নেমে শুরুটা একদমই ভালো করতে পারেনি ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিষান। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই সময় শক্ত হাতে দলের হাল ধরেন বিরাট কোহলি। 52 রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। এছাড়াও শেষের দিকে নেমে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন ঋষভ পন্থ। এছাড়াও 18 বলে 33 রান করেন ভেঙ্কটেশ আইয়ার। নির্ধারিত কুড়ি ওভার শেষে 186 রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র 178 রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মারকাটারি ব্যাটিং করেন নিকোলাস পুরান এবং পাওয়াল। 8 রানে দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ জিতে নিল ভারত।