Arijit

রাহুলের ব্যাটিং, সামির আগুনে বোলিংয়ের দাপটে ১১৩ রানে প্রথম টেস্ট জিতে নিল ভারত

টসে জিতে প্রথমে ব্যাটিং করে ভারতের প্রথম ইনিংস শেষ হয় 327 রানে। জবাবে ব্যাট করতে নেমে 197 রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। প্রথম ইনিংসেই 130 রানের লিড পেয়ে যায় বিরাট কোহলির টিম ইন্ডিয়া। মনে করা হচ্ছিল দ্বিতীয় ইনিংসে ভারত বড় রানের লিড নিয়ে নেবে। তবে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং বিপর্যয় ঘটে।

   

দক্ষিণ আফ্রিকা বোলারদের দাপুটে বোলিংয়ে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র 174 রানে। এর ফলে জয়ের জন্য চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র 304 রানের টার্গেট ছুড়ে দেয় ভারত।

ভারতের দেওয়া 304 রানের টার্গেট চেজ করতে নেমে 94 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। পঞ্চম দিনের জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল মাত্র 211 রানের অপরদিকে ভারতের দরকার ছিল 6 উইকেট। পঞ্চম দিনের খেলা শুরু হতেই ক্রিজে জাঁকিয়ে বসেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান এলগার এবং বাবুমা।

তবে ভারতীয় বোলারদের সামনে খুব বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেন নি কেউই। মহম্মদ সামি ও জাসপ্রিত বুমরাহর আগুনে বোলিংয়ের সামনে একে একে আউট হতে থাকেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। অবশেষে 191 রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস এবং 113 রানে এই টেস্ট ম্যাচ জিতে নেয় বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা হয়েছেন কে এল রাহুল।