Arijit

ঈশান, হুডার ব্যাটে ভর করে প্রথম টি-২০ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দিল ভারত

রবিবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং আয়ারল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বৃষ্টির কারণে এইদিন ম্যাচ নির্ধারিত সময়ের থেকে বেশ কিছু ঘণ্টা দেরিতে শুরু হয়। যার কারনে 20 ওভারের পরিবর্তে 12 ওভারের ম্যাচ হয়।

   

এইদিন প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। তবে আয়ারল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি টেক্টর 33 বলে 64 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। যার সুবাধে নির্ধারিত 12 ওভার শেষে চার উইকেট হারিয়ে 108 রান করে আয়ারল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন ভারতের দুই ওপেনার ঈশান কিশান এবং দীপক হুডা। 11 বলে 26 রানের দুর্দান্ত ইনিংস খেলেন ঈশান কিশান। অপরদিকে 29 বলে 46 রানের ইনিংস খেলেন দীপক হুডা। এছাড়াও 12 বলে 24 রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এই তিনজনের ব্যাটে ভর করে মাত্র 3 উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ম্যাচের সেরা হয়েছেন ভারতীয় বোলার যুজবেন্দ্র চাহাল।