Arijit

ব্যাটে-বলে দুর্দান্ত বেঙ্কটেশ! টি-২০ তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত

রবিবার কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড।

   

প্ৰথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড ফিরে যায় মাত্র 4 রান করেই। এইদিন ব্যাট হাতে ব্যর্থ হলেন অধিনায়ক রোহিত শর্মাও। তবে ব্যাটে রান করলেন শ্রেয়স আইয়ার। সূর্য কুমার যাদব এবং ভেঙ্কটেশ আইয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত কুড়ি ওভার শেষে 184 রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে 167 রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। 17 রানে ম্যাচ জিতে নেয় ভারত। তবে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান এই ম্যাচেও ফাটাফাটি ব্যাটিং করেন। 47 বলে 61 রানের ইনিংস খেলেন পুরান। ভারতের সব বোলাররাই এইদিন দারুন বোলিং করেন। শেষ টিটোয়েন্টি ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ কে ওয়াইট ওয়াশ করল ভারত। ম্যাচের এবং সিরিজের সেরা হয়েছেন সূর্য কুমার যাদব।