Arijit

মন্ধানা-কৌরের জোড়া শতরান! ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানে হারিয়ে ঘুরে দাঁড়ালো ভারত

আজ আইসিসি মহিলা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছে ভারতীয় মহিলা দল এবং ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক মিতালি রাজ।

   

ব্যাটিং করতে নেমে ভালো শুরু করলেও 49 রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। সেই সময় দলের হাল ধরেন ওপেনার স্মৃতি মান্ধানা। হরমনপ্রীত কৌর কে সঙ্গে নিয়ে দলের ইনিংস এগিয়ে নিয়ে যায় স্মৃতি মান্ধানা। 119 বলে 123 রানের মারকাটারি ইনিংস খেললেন স্মৃতি মান্ধানা। মান্ধানা ছাড়াও সেঞ্চুরি করেন হরমনপ্রীত কৌর। 109 রান করেন হরমনপ্রীত কৌর। এই দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত 50 ওভারে 317 রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়েই 100 রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তারপরে ঘুরে দাঁড়ায় ভারতীয় বোলাররা। স্নেহা রানা এবং মেঘা সিংহের বোলিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র 161 রানেই শেষ করে দেয় ভারত। 155 রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত।