Arijit

হুডা-স্যামসনের বিধ্বংসী ব্যাটে ভর করে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের

গত কাল টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং আয়ারল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

   

প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার ঈশান কিষানকে হারায় ভারত। সেই সময় দলের হাল ধরেন সঞ্জু স্যামসন এবং দীপক হুডা। ৪২ স্কুলে ৭৭ রান করেন সঞ্জু স্যামসন। অপরদিকে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করে ফেললেন দীপক হুডা। ৫৭ বলে ১০৪ রানের ইনিংস খেলেন দীপক হুডা। এই দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে ২২৫ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে ৭৩ রান তুলে নেয় আয়ারল্যান্ড। 18 বলে 40 রান করেন পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি করেন 37 বলে 60, জর্জ ডকরেল করেন 16 বলে 34 রান। জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেও 221 রানে থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস। ম্যাচ এবং সিরিজ সেরা হয়েছেন দীপক হুডা।