Arijit

টেস্ট ইতিহাসে সবথেকে বড় জয়! নিজেদেরই রেকর্ড ভেঙে ফেলল কোহলিরা

মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। আর এই টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডকে 372 রানের বিরাট ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। সেই সঙ্গে আরও একটি বিরাট রেকর্ড করে ফেলল ভারতীয় ক্রিকেট দল।

   

রানের ব্যবধানে জয়ের দিক দিয়ে দেখতে গেলে এটি ভারতের সবচেয়ে বড় জয়। এর আগে কখনই ভারত এত বিরাট ব্যবধানে টেস্ট ম্যাচে জয় পায় নি। এর আগে ভারত সবচেয়ে বেশি রানের হিসেবে টেস্ট ম্যাচে জয় পেয়েছিল 337 রানে। 2015 সালের দিল্লি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই জয় এসেছিল ভারতের।

সেই ম্যাচেও ভারতের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। অপরদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন হাশিম আমলা। সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে 334 রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় 121 রানে। ভারত দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে 267 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় 481 রানের। তারা দ্বিতীয় ইনিংসে 143 রানে শেষ হয়ে যায়। 337 রানে জয় পেয়েছিল ভারত।