Arijit

চিরশত্রু পাকিস্তানকে ধুলো চাটিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রোঞ্জ জিতল ভারত

অবশেষে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জন্য ভালো কিছু হল। দুর্দান্ত পারফরম্যান্স করার সত্ত্বেও সেমিফাইনালে জাপানের কাছে 5-3 গোলের ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ভারত। সেমিফাইনালে হেরে গেলেও ভারতের কাছে ব্রোঞ্চ জয়ের সুযোগ ছিল, তবে এক্ষেত্রে ভারতের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। আর এই পাকিস্তানকে হারিয়েই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রোঞ্চ জিতে নিল হরমনপ্রীত সিংহরা।

   

এইদিন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রোঞ্চ জয়ের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। খেলা শুরু হওয়ার পরই পেনাল্টি কর্নার পেয়ে যায় ভারত। তবে পরপর তিনটে পেনাল্টি কর্নার থেকে গোল করতে ব্যর্থ হয় ভারতীয় হকি দল।

তবে চতুর্থবার পেনাল্টি কর্ণার পেলে সেই সুযোগ হাতছাড়া করেননি হরমনপ্রীত। গোল করে ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত। শুরুতেই 1-0 গোলে এগিয়ে যায় ভারত। তবে 11 মিনিটের মাথায় সেই গোল শোধ করে সমতা ফেরায় পাকিস্তান।

এবার একাধিক সুযোগ হাতছাড়া করে ভারত। অপরদিকে 2-1 ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। 45 মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেয় ভারত। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতে পরপর গোল করে ব্যবধান বাড়ায় ভারত। তৃতীয় গোল করেন বরুণ কুমার এবং চতুর্থ গোল করেন আকাশদীপ সিংহ। শেষে পাকিস্তানের একটি গোল করলেও ম্যাচ জিতে নেয় ভারত। ব্রোঞ্চ জিতেই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। ম্যাচের সেরা অধিনায়ক মনপ্রীত।