Arijit

পৃথ্বী-ঈশান ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা, প্রথম ওয়ানডে ম্যাচে ৭ উইকেটে বড় জয় ভারতের

রবিবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি শ্রীলঙ্কান অধিনায়ক। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 262 রান তোলে শ্রীলঙ্কা।

   

জবাবে ব্যাট করতে নেমে পৃথ্বী শ ও ঈশান কিষাণের ঝড়ো ইনিংস, এবং শিখর ধাওয়ানের অধিনায়কোচিত ইনিংসে ভর করে 36.4 ওভারে হাতে সাত উইকেট রেখেই ম্যাচ জিতে নেয় ভারত। পৃথ্বী শ করেছেন 24 বলে 43 রান, ঈশান কিষাণ করেছেন 42 বলে 59 রান এবং শিখর ধাওয়ান করেছেন 95 বলে 86 রান।

শুরুতেই ঝড়ো ইনিংসের সুবাদে ম্যাচের সেরা হয়েছেন পৃথ্বী শ। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জুজবেন্দ্র চাহাল, দীপক চাহার এব কুলদীপ যাদব।