তুরস্কের উপর আরও এক কড়া পদক্ষেপ, ভারতের চাপে আরও বিপাকে পড়বে পাক বন্ধু

India - Turkey

তুরস্কের উপর আরও এক কড়া পদক্ষেপ, ভারতের চাপে আরও বিপাকে পড়বে পাক বন্ধু

Krishanu Ghosh

Published on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ পহেলগাঁওয়ে (Pahelgam) নিরীহ পর্যটকদের উপর ঘটে যাওয়া জঙ্গি হামলার ক্ষত এখনও ভোলেনি ভারত। মনে রেখেছে সবাইকে, যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযানের পর, পাকিস্তানের (Pakistan) প্রতি একাধিক দেশের তরফ থেকে সমর্থন মেলে, যাদের মধ্যে তুরস্ক, পাকিস্তানের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছিল। আর, তাই তুরস্কের বিরুদ্ধে সম্প্রতি আরও একটি কড়া পদক্ষেপ নিল ভারত। কয়েকদিন আগে তুরস্কে ভারতীয় ছবির শ্যুটিং বন্ধ করা নিয়ে নোটিশ জারি করা হয়েছিল AICWA-র তরফ থেকে। এবার তুরস্কের বিরুদ্ধে নয়া আরও একটি পদক্ষেপ নেওয়া হল ভারতের তরফ থেকে। চলুন জেনে নেওয়া যাক সেই পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের টার্কিশ এয়ারলাইন্সের (Turkish Airliens) দুটি বোয়িং ৭৭৭-৩০০ইআর লিজে নিয়ে অপারেট করছে ‘ইন্ডিগো’ (Indigo Airlines)। তবে, টার্কিশ এয়ারলাইন্সের এই দুটি বিমানের এয়ারক্রাফ্ট সংক্রান্ত ‘পারমিট’ রয়েছে চলতি বছরের ৩১ মে পর্যন্ত। তবে, কয়েকদিন আগে থেকেই সেই ‘পারমিট’-এর মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আবেদন জানায় ভারতীয় অসামরিক বিমান সংস্থা ‘ইন্ডিগো’। তবে, টার্কিশ এয়ারলাইন্সের সাথে ‘পারমিট’ সম্পর্কিত সমস্ত আবেদনের আর্জি খারিজ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। সাথে ইন্ডিগো-কে কেন্দ্রের তরফ থেকে তুরস্কের সংস্থা টার্কিশ এয়ারলাইন্সের সঙ্গে তিন মাসের মধ্যে এয়ারক্রাফ্ট লিজে নেওয়ার চুক্তি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

৩ মাস কেন সময় দেওয়া হল?

৩১ মে, টার্কিশ এয়ারলাইন্সের সাথে ‘ইন্ডিগো’-র পারমিট শেষ হওয়ার পর যদি জুন মাস থেকেই এই ‘পারমিট’ বন্ধ করে দেওয়া হয়, তবে দুর্ভোগের শিকার হবেন একাধিক যাত্রী। যাত্রী দুর্ভোগের কোথা মাথায় রেখেই ইন্ডিগোকে ৩ মাসের সময় দেওয়া হয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছ থেকে। অর্থাৎ, ৩১ আগস্টের পর শেষ হয়ে যাবে টার্কিশ এয়ারলাইন্সের ওই দুটি বোয়িং ৭৭৭-৩০০ইআর-এর পারমিটের মেয়াদ। এই মর্মে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘এই ড্যাম্প লিজ করা বিমানগুলির জন্য ইন্ডিগো-কে এককালীন তিন মাসের জন্য শেষ এবং চূড়ান্ত বর্ধিতকরণ করার হয়েছে, যার মেয়াদ ৩১.০৮.২০২৫ পর্যন্ত মঞ্জুর করা হয়েছে। বিমান সংস্থাটির তরফ থেকে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে এই মেয়াদ মঞ্জুর করা হয়েছে, যেখানে সংস্থা জানিয়েছে, তারা এই বর্ধিত সময়ের মধ্যে টার্কিশ এয়ারলাইন্সের সাথে অতিরিক্ত ড্যাম্প লিজ বাতিল করবে, এবং সংস্থা আর কোনও বাড়তি মেয়াদ চাইবে না।‘

কয়েকদিন আগে, তুরস্কে ভারতীয় ছবির শ্যুটিং এবং ভারতে  তুরস্কের প্রযোজক, প্রযোজনা সংস্থা, শিল্পী ও কলাকুশলীদেরও ভারতে নিষিদ্ধ করা হয়েছিল ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ অর্থাৎ AICWA-এর তরফ থেকে। একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে AICWA  জানিয়ে দেয়, “ইতিমধ্যেই তুরস্কের সঙ্গে যে চুক্তিগুলি হয়ে রয়েছে সেগুলি নতুন করে পর্যালোচনা করা হবে। প্রয়োজনে সেগুলি বাতিল করা হবে। কোনও ভারতীয় পরিচালক বা অভিনেতা তুরস্কের সঙ্গে কাজ করছেন কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হবে। যাঁরা কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।“

সঙ্গে থাকুন ➥