কৃশানু ঘোষ, কলকাতাঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় রেলের (Indian Railways) বহু প্রতীক্ষিত শ্রীনগর থেকে কাটরা পর্যন্ত বন্দে ভারত পরিষেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে, পহেলগাঁও ঘটনার পর একটাই প্রশ্ন শোনা গেল অনেকের মুখে, আদৌ সুরক্ষিত হবে তো ভূস্বর্গের প্রথম রেল পরিষেবা? চলুন জেনে নেওয়া যাক।
ভারতীয় রেল কর্তৃপক্ষের নয়া পদক্ষেপ
পিটিআই-এর একটি সূত্র মারফত জানা গিয়েছে, কাশ্মীরে সদ্য উদ্বোধন হওয়া বন্দে ভারতে চাপা যাত্রীদের নিরাপত্তার উদ্দেশ্যে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। কারণ যাত্রীদের শুধু সাধারণ পুলিশ নয়, নিরাপত্তা দেবে রেলপুলিশের কমান্ড বা কোরাস (CORAS) বাহিনী। ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে, এই ট্রেনে নিরাপত্তার জন্য মোট ১৫ জন সশস্ত্র রেল কমান্ডো মোতায়েন করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
৬ জুন, জম্মু ও কাশ্মীরের মধ্যে শ্রীনগর থেকে কাটরা পর্যন্ত বন্দে ভারত পরিষেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথে উদ্বোধন করেন কাশ্মীরের দু’টি গুরুত্বপূর্ণ রেল সেতু। ৩ ঘণ্টার এই যাত্রাপথে থাকবে দীর্ঘ পাহাড়ি রাস্তা, এবং একাধিক সুড়ঙ্গ। এছাড়াও, বন্দে ভারতের এই দীর্ঘ রাস্তায় রয়েছে বহু সংবেদনশীল এলাকাও। এর পাশাপাশি ২২ এপ্রিল সদ্য ঘটে যাওয়া পহেলগাঁও ঘটনা, যাত্রীদের মনে সংশয় যে বাড়াবে সে কথা বলাই বাহুল্য।
এক্ষেত্রে উল্লেখ্য, ৬ জুন জম্মু ও কাশ্মীরে মোট ৪৬ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেন, যার মধ্যে রয়েছে উধমপুর – শ্রীনগর – বারামুলা রেল প্রকল্প, বিশ্বের উচ্চতম খিলান রেলসেতু চন্দ্রভাগা ব্রিজ এবং ভারতে প্রথম কেবল-নির্ভর রেলসেতু আঞ্জি ব্রিজ। এক্ষেত্রে উল্লেখ্য, কাশ্মীরে সদ্য উদ্বোধন হওয়া বন্দে ভারতের চেয়ার কারের ভাড়া ৭১৫ টাকা এবং এগজিকিউটিভ ক্লাসের ভাড়া ১৩২০ টাকা ধার্য করা হয়েছে।