কৃশানু ঘোষ, কলকাতাঃ যাত্রীদের জন্য বড়সড় সুখবর দিল ভারতীয় রেল কর্তৃপক্ষ (Train New Rules)। নয়া নিয়ম অনুযায়ী স্লিপার ক্লাসের টিকিট থাকলেও আপনি চড়তে পারবেন সেকেন্ড এসি ক্লাসে! কি অবাক হচ্ছেন? কীভাবে হবে এই অসাধ্য সাধন? চলুন জেনে নেওয়া যাক ভারতীয় রেল কর্তৃপক্ষের নয়া নির্দেশিকা।
চলতি বছরের গত মাসের ১৩ তারিখে অর্থাৎ ১৩ মে এই নয়া নিয়ম সম্পর্কে রেলওয়ে বোর্ডের পরিচালক (প্যাসেঞ্জার মার্কেটিং) সঞ্জয় মনোচা সমস্ত জোনাল রেলওয়েতে একটি চিঠি পাঠিয়ে অবহিত করে, CRIS-কে সফ্টওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন করার নির্দেশও দিয়েছেন। কী সেই নির্দেশিকা? চলুন জেনে নেওয়া যাক।
কি জানানো হয়েছে নয়া এই নির্দেশিকায়?
নয়া নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে, এখন যদি আপনার কাছে চেয়ার কারের (সেকেন্ড সিটিং) টিকিট থাকে, এবং এসি চেয়ার কারের একটি আসন খালি থাকে, তবে সেখানে আপনার টিকিটটিকে এসি চেয়ার কারে আপগ্রেড করা হবে। শুধু তাই নয়, এসি চেয়ার কারের টিকিটও এক্সিকিউটিভ ক্লাসে আপডেট করা যাবে।
একই রকমভাবে নয়া নিয়ম অনুযায়ী, স্লিপার ক্লাসের ওয়েটিং টিকিট চার্ট তৈরির পর, আসন খালি থাকলে, এটি সরাসরি সেকেন্ড এসিতে আপগ্রেড করা যাবে। এতদিন পর্যন্ত এই সুবিধা শুধুমাত্র থার্ড এসিতে সীমাবদ্ধ ছিল। এর পাশাপাশি চেয়ার কারেও টিকিট আপগ্রেডেশনের সুবিধা বাস্তবায়িত হয়েছে।
সিট আপগ্রেড হলে কি কোন অতিরিক্ত চার্জ দিতে হবে?
সবথেকে আনন্দের বিষয় হল, নতুন এই ব্যবস্থার অধীনে, যাত্রীদের কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। নয়া এই নিয়মের ফলে খালি সিটগুলি আরও ভালোভাবে ব্যবহার করা হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে এই নয় ব্যবস্থায় যাত্রীরা আরও ভালো সুবিধা পাবেন।
তবে, টিকিট বুকিংয়ের সময় আইআরসিটিসি ওয়েবসাইটে ‘অটো আপগ্রেড’ বিকল্পটি নির্বাচন করলে তবেই এই সুবিধা পাবেন যাত্রীরা। যাত্রী যদি এই বিকল্পটি নির্বাচন না করেন, তাহলে তার টিকিট আপগ্রেড করা হবে না।
এক্ষেত্রে উল্লেখ্য, রেলওয়ের অটো আপগ্রেড সুবিধা ২০০৬ সাল থেকে শুরু হয়েছে। এই নিয়মের অধীনে, যদি কোনও যাত্রীর স্লিপার ক্লাসের টিকিট নিশ্চিত না হয় এবং চার্ট তৈরির পরেও আসন খালি থাকে, তাহলে টিকিটটি স্বয়ংক্রিয়ভাবে থার্ড এসিতে আপগ্রেড হয়ে যায়।