ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে চলচ্চিত্র জগতের বাজার বলা হয়ে থাকে। চলচ্চিত্র শিল্পের কথা বললে টিকিট বিক্রির সংখ্যা এবং প্রতি বছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যার দিক দিয়ে পৃথিবীতে অন্যতম বৃহৎ হলো ভারত। ১১০ বছরের ইতিহাসে অসংখ্য ব্লকবাস্টার হিট দিয়ে মানুষের মনোরঞ্জন করে আসছে এই ইন্ডাস্ট্রির লোকজন। উল্লেখ্য, ভারতে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিলো ‘শ্রী পুন্ডলিক’ মা ১৯১২ সালের ১৮ মে বোম্বে (মুম্বাই) এর করোনেশন সিনেমাটোগ্রাফে মুক্তি পায়। দাদাসাহেব তোর্নে প্রযোজিত একটি নির্বাক মারাঠি ছবি ছিলো এটি। সেই থেকে পথ চলা শুরু।
বর্তমানে প্রতি বছর ২৪ টিরও বেশি ভাষায় প্রায় ৮০০ থেকে ১০০০ এরও বেশি সিনেমা নির্মিত হয়ে থাকে এখানে, মা হলিউডের মোট প্রযোজনার প্রায় দ্বিগুণ। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৯ সালে ২৪ টি ভিন্ন ভাষায় ১২৮৮ টি চলচ্চিত্র নির্মাণ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে ভারত। আজ আমরা আপনাদের এই দুনিয়ার এমন কিছু মানুষের কথা বলবো যারা সর্বাধিক সংখ্যক ছবিতে অভিনয় করেছেন। এই তালিকায় এমন কিছু তারকা আছেন যারা তাদের অভিনয় জীবনে ১০০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’ তৈরি করেছেন।
মনোরমা:- দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মনোরমা হলেন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি ১০০০ এর বেশি ছবিতে কাজ করে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন। ১৯৮৫ সালে তামিল, তেলেগু এবং মালায়লাম ভাষায় তার অভিনীত ছবির সংখ্যা ১০০০ পেরিয়ে গিয়েছে। অন্যের বাড়িতে কাজের মেয়ে থেকে ভারতের অন্যতম সেরা অভিনেত্রী’র সফর যে কোনও মানুষের জন্যই অনুপ্রেরণাদায়ক। চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য ২০০২ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়। ‘আচি’ নামে খ্যাত এই অভিনেত্রী ২০১৩ সালের ১০ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্রহ্মানন্দম :- দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত কৌতুক অভিনেতা ব্রহ্মানন্দমের পুরো নাম কানেগান্তি ব্রহ্মানন্দম। ব্রহ্মানন্দম হলেন দ্বিতীয় ভারতীয় অভিনেতা যিনি ১০০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। রয়াত মনোরমার পরে ব্রহ্মানন্দমই ১০০০ টিরও বেশি ছবিতে কাজ করে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেন’ এবং উল্লেখ্য বিষয় এক্ষেত্রে তিনি মনোরমার রেকর্ডকেও ভেঙে দেন। ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য, ভারত সরকার তাকে ২০০৯ সালে ‘পদ্মশ্রী’ দিয়ে সম্মানিত করে । এছাড়াও ব্রহ্মানন্দম ৬ টি রাজ্য নন্দী পুরস্কার, ১ টি ফিল্মফেয়ার পুরস্কার, ৬ টি সিনেমা পুরস্কার এবং ৩ টি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
সুকুমারী:- মালয়ালম, তামিল এবং তেলেগু চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী সুকুমারী ৪ দশকেরও বেশি সময়ব্যাপী তার কেরিয়ারে মোট ৯৯৬ টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে তালিকায় রয়েছে ৭৪৭ টি মালায়ালাম, ১৮৯ টি তামিল, ৪৭ টি তেলেগু, ৮ টি হিন্দি এবং সিংহলি, ফরাসি, বাংলা, ইংরেজি এবং কন্নড় চলচ্চিত্র। তার নিরলস অবদানের জন্য ভারত সরকার কর্তৃক ‘পদ্মশ্রী’ উপাধিতে ভূষিত হন। এছাড়াও সুকুমারী অনেক সিংহলি (শ্রীলঙ্কা) ছবিতে নৃত্য পরিবেশনাও করেছেন। ২০১১ সালে জাতীয় পুরস্কার পান তিনি। ২৬ মার্চ ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে দুনিয়াকে বিদায় জানান এই অভিনেত্রী।
জগতি শ্রীকুমার:- মালায়ালম সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা-কমেডিয়ান জগাথি শ্রীকুমার, ১৯৭৪ সালে তার অভিনয় জীবন শুরু করেন। ৫ দশকের চলচ্চিত্র জীবনে ৯০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। জানিয়ে রাখি জগতি শ্রীকুমার একজন সুদক্ষ অভিনেতার পাশাপাশি গায়ক, লেখক ও পরিচালক।
প্রেম নাজির:- মালায়ালাম চলচ্চিত্রের অন্যতম প্রধান চরিত্র অভিনেতা, প্রেম নাজিরকে এখনও পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী অভিনেতাদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা প্রেম নাজির তার ৪ দশকের কেরিয়ারে ৭২৫ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে নাজিরের ঝুলিতে। প্রথম রেকর্ডটি ৫২০ টি ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করার এবং দ্বিতীয়টি একই অভিনেত্রীর (শীলা) সঙ্গে ১৩০ টি ছবিতে কাজ করার জন্য। ১৯৮৩ সালে, ভারত সরকার তাকে ‘পদ্মভূষণ’ দিয়ে সম্মানিত করে।
শক্তি কাপুর:- বলিউড ইন্ডাস্ট্রির বর্ষীয়ান এই অভিনেতা ‘ভিলেন এবং কৌতুক’ উভয় অবতারের অসামান্য উপস্থাপনা দিয়ে আপামর সিনেমাপ্রেমীকে মুগ্ধ করেছেন। বলিউডে সবচেয়ে বেশি সংখ্যক চলচ্চিত্রে অভিনয় করার রেকর্ড গড়েছেন শক্তি কাপুরও। নিজের দীর্ঘ ৫ দশকের অভিনয় জীবনে ৭০০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। এছাড়াও অভিনেতা আশরানি এবং কাদের খানের সাথে ১০০ টিরও বেশি কমেডি ছবিতে কাজ করার রেকর্ডও রয়েছে শক্তি কাপুরের