Arijit

রোহিত-রাহুলের ব্যাটে ইংল্যান্ডকে চাপে ফেলে প্রথম দিনেই বড় রানের পথে ভারত

ঐতিহাসিক লর্ডসে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট। এই টেস্টে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক জো রুট। পিচের কন্ডিশন দেখে বিরাটেরও বোলিং করার ইচ্ছা ছিল কিন্তু টসে হেরে যাওয়ায় প্রথমে ব্যাটিং করতে হয় ভারতকে। শার্দুল ঠাকুর চোট পাওয়ায় এইদিন প্রথম একাদশে সুযোগ পান ভারতের সিনিয়র পেশার ইশান্ত শর্মা।

   

এইদিন ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ব্যাটিং করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুল। শুরু থেকেই একের পর এক ক্রিকেটীয় শট খেলে ইংরেজদের উপর চাপ সৃষ্টি করতে থাকেন ভারতের এই দুই ওপেনার। যার ফলে ছন্দ হারায় ইংলিশ বোলাররা।

83 রানের মাথায় জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ভারত ওপেনার রোহিত শর্মা। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন রোহিত। তবে রোহিত সেঞ্চুরি মিস করলেও এইদিন দুরন্ত সেঞ্চুরি করেন ভারতের আরেক ওপেনার কে এল রাহুল। প্রথম দিনের শেষে 127 রানে নট আউট কে এল রাহুল। তবে ফের এইদিন ব্যাট হাতে ফ্লপ হন চেতেশ্বর পূজারা। মাত্র 9 রান করেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। বিরাট করেন 42 রান। প্রথম দিনের শেষে ভারতের স্কোর 276 রানে 3 উইকেট।