South Industry,Tollywood,R R R,Bollywood,Entertainment,Hollywood,Top Movie,দক্ষিণী ইন্ডাস্ট্রি,টলিউড,বিনোদন,বলিউড,হলিউড,আর আর আর

Moumita

তাবড় তাবড় হলিউড ছবিকে পেছনে ফেলে এবার বিশ্বসেরা তালিকায় পৌঁছে গেলো ‘RRR’, রইল তালিকা

সাম্প্রতিক সময়ে ভারতীয় চলচ্চিত্র জগতের বাজারে রাজত্ব কায়েম করেছে দক্ষিণী ছবিগুলি। ট্রিপল আর, কেজিএফ-২ থেকে শুরু করে কমল হাসান অভিনীত সদ্যই মুক্তিপ্রাপ্ত বিক্রম, প্রতিটিই ঝড় তুলেছে বক্স অফিসে। তবে এবার শুধু ভারতের বাজারেই নয় বিশ্বের সেরা ৯ ছবির তালিকায় জায়গা করে নিলো দক্ষিণী ছবি। সম্প্রতি এক মার্কিন পত্রিকার সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে হলিউডের তাবড় তাবড় ছবিকে পিছনে ফেলে একেবারে শীর্ষস্থানে জায়গা দখল করেছে এস এস রাজামৌলির ‘আর আর আর’। একজন ভারতীয় হিসেবে এ আমাদের গৌরবের বিষয় বৈকি।

   

প্রসঙ্গত, এস এস রাজামৌলি দুহাত ঢেলে খরচ করেছিলেন ছবিটি তৈরি করতে। মিডিয়াসূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রায় ৪০০ কোটি টাকা খরচ হয়েছিলো ছবিটির পেছনে। সাউথ সুপারস্টার জুনিয়র এনটিয়র, রামচরণ তেজা এবং বলিউড স্টার অজয় দেবগন ও আলিয়া ভাটের অনবদ্য অভিনয় বাস্তবসম্মত করে তুলেছিলো ছবির প্রেক্ষাপট। ছবি রিলিজ হওয়ার আগেই পড়ে গেছিলো অগ্রিম টিকিট বুকিং-এর ধুম।

মিডিয়া সূত্রে জানা গেছে, শুধুমাত্র হিন্দি সংস্করণেরই অগ্রিম বুকিং হয়েছিলো ৮ কোটি টাকারও বেশি‌। শুনে অবাক হবেন যে, কোনো কোনো শহরে এক একটি টিকিট পিছু ২১০০ টাকা দামেও বিক্রি হয়েছে। বলাইবাহুল্য এই ক্রেজের মুখে পড়ে ম্লান হয়ে পড়েছিলো বলিউডের বাজার। প্রেক্ষগৃহে তো বটেই এমনকি OTT – তেও তান্ডব করেছে এই ছবি। আর এবার এই সবকিছুকে পেছনে ফেলে বিশ্বের সেরা ৯ ছবির তালিকায় ঢুকে পড়লো এস এস রাজামৌলি পরিচালিত ‘আর আর আর’, আর তাও আবার একেবারে শীর্ষস্থানে। চলুন এক নজর দেখে নিই এই দশটি সেরা ছবির তালিকা ‌

মার্কিন পত্রিকার সমীক্ষা অনুযায়ী

১) আর আর আর

২) দ্য ব্যাটম্যান

৩) দ্য ফলআউট

৪) এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স

৫) চা চা রিয়েল স্মুথ

৬) দ্য নর্থম্যান

৭) কিমি

৮) মাস্টার

৯) টার্নিং রেড
South Industry,Tollywood,R R R,Bollywood,Entertainment,Hollywood,Top Movie,দক্ষিণী ইন্ডাস্ট্রি,টলিউড,বিনোদন,বলিউড,হলিউড,আর আর আর

প্রসঙ্গত, এই তালিকা তৈরি করা হয়েছে বছরের প্রথম ছ’মাসে মুক্তি পাওয়া ছবির নিরিখে। দিন বাড়ার সাথে সাথে তালিকা বদলাতেও পারে। তবে সেসব তো সময় বলবে, আপাতত ‘আর আর আর’এর বিশ্বব্যাপী এই নজরকাড়া সাফল্য দেখে আত্মহারা হয়ে পড়েছে আপামর ভারতবাসী। সারা বিশ্বের সেরা তালিকার শীর্ষে দেশের নাম দেখতে পেলে কার না ভালো লাগে!