Arijit

কমনওয়েলথ গেমসের জন্য ৩৭ জন অ্যাথলিটের প্রাথমিক দল ঘোষণা ভারতের, রয়েছে নীরজ

২৮ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত হবে এ বারের কমনওয়েলথ গেমস। কমনওয়েলথ গেমসের জন্য ৩৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া। দলে রয়েছেন অলিম্পিক্স সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।

   

লংজাম্পার জেসউইন অ্যালড্রিন, মহম্মদ আনাস, হাইজাম্পার তেজস্বী শঙ্কররা সহ দেশের প্রথম সারির সব অ্যাথলিটই রয়েছেন কমনওয়েলথ গেমসের দলে।

অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি আদিল সুমারিওয়ালা বলেছেন, ‘‘আমাদের নিয়ম খুব পরিষ্কার। সকলকে আন্তঃরাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আমরা শুধু নীরজ, সীমা পুনিয়া এবং অবিনাশ সাবলকে বিদেশের প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দিয়েছিলাম।’’ এই তিন জন ছাড়া বিদেশের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনুমতি কেউ চাননি বলে জানিয়েছেন সুমারিওয়ালা।

ফেডারেশন কর্তাদের আশা, ঘোষিত ৩৭জনই কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করতে পারবেন।