Koushik Dutta

ভারতীয় সংস্থাই তৈরি করবে বুলেট ট্রেন, জাপান করবে মাত্র ৩০ শতাংশ কাজঃ রেল

বুলেট ট্রেনের আশা এখনও জিইয়ে রইল। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুলেট ট্রেন প্রকল্পের মোট কাজের ৭০ শতাংশ কাজই করবে ভারতীয় কোম্পানি। জাপানি সংস্থাগুলি শুধু প্রযুক্তিগত সহায়তা দেবে এবং সিগন্যালিং, টেলিকম ও রোলিংয়ের কাজ করবে। লাইন পাতা, সেতু নির্মাণ, জলের তলায় টানেল করার মতো কাজ ভারতীয় সংস্থাই করবে বলে জানিয়েছে রেল।